মুজিব শতবর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ দিক নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর জেলার ৯টি থানায় গৃহহীন ও হতদরিদ্র ৯টি পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই।রবিবার (১০ এপ্রিল)বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের ন্যায় চরভদ্রাসন থানার নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্স এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন। এ উপলক্ষে চরভদ্রাসন থানায় আয়োজিত অনুষ্ঠানে গৃহহীন ও হতদরিদ্র সোনাই বিবি(৬০) কে নতুন একটি ঘরের চাবি হস্তান্তর করা হয়।
সোনাই বিবি উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৃত কাদের ফকিরের স্ত্রী।তিনি ইন্তাজ মোল্লার ডাঙ্গী গ্রামে জাকেরের সূরা ভাঙ্গার মাথা এলাকায় জীর্ণ একটি ছাপড়া ঘরে থাকতেন।তার কোন সন্তান নেই দেখাশুনা করার জন্য।পুলিশের সহায়তা ও সার্বিক তত্বাবধানে তাকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশের দেওয়া ঘর পেয়ে খুশি নগরকান্দার ঝর্ণা বেগম
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলামের সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান,সাবেক অধ্যক্ষ মো. বিলাল হোসেন,মুক্তিযোদ্ধা আবুল কালাম,মো. ফকরুজ্জামান,আবুল কাশেম শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,সাবেক ভাইস চেয়ারম্যান মো. কাউছার বেপারী,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর ও ইয়াকুব আলী প্রমূখ।
উল্লেখ্য-চরভদ্রাসন থানায় নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে এ পর্যন্ত ৩৭১জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha