ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহা উৎসব চলছে।
উপজেলার একটি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায়, ঢেউখালী ইউনিয়নের চন্দপাড়া পদ্মা-আড়িয়াল খাঁ নদের পুরতন লঞ্চ ঘাট, আকোটেরচর ইউনিয়নের শয়তান খালী, ভাষানচর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন একালায় অবাদে নদ থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করে স্তপ তৈরি করে বালু বিক্রি করে আসছে এক ধরনের অসাধু বালু ব্যবসায়ীরা। অসাধু ব্যবসায়ীরা হচ্ছেন, উপজেলার ইসলাম মেম্বর, জলিল সিং, মাসুদ রানা, ছানাউল্লাহ সহ একটি প্রভাবশালী মহল।
সরকার যেখানে নদী ভাঙ্গন রোধে কোটি কোটি টাকা ব্যায় করে বিভিন্ন প্রকল্প কাজ হাতে নিলেও তা ভেস্তে যাচ্ছে। ফলে পদ্মা-আড়িয়াল খাঁ এলাকার সাধারণ মানুষ নদী ভাঙ্গনের কবলে ফসলি জমি, ঘর-বাড়ি হারিয়ে প্রতি বছর আশ্রয়হীনের শিকার হচ্ছে।
উক্ত ব্যবসায়ীরা রাতের আধারে বালুবাহী ড্রাম ট্রাকের চলাচলে বিকট শব্দের কারণে ওই সকল এলাকার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বৃদ্ধা ও শিশুরা ঘুমাতে পারছে না । উক্ত এলাকার সাধারণ মানুষ অবৈধ বালু উত্তোলন বন্ধসহ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যসংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha