বুধবার (৬ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এ আদেশ দেন। এরআগে দুপুর দেড়টার দিকে উপজেলা পৌরসদরের শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্ত মামুন-অর-রশিদ বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মামুন-অর-রশিদ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ছাড়াই রোগীর ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডাক্তার’ লিখতেন। এভাবে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণার অপরাধে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুনঃ ভেড়ামার আদর্শ কলেজের ছাত্রীকে অনৈতিক প্রস্তাবঃ শিক্ষক বরখাস্ত
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারের মালিক মামুন-অর-রশিদ ‘ডাক্তার’ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। পাশাপাশি ডেন্টাল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বাত-ব্যথার অবৈধ ওষুধ বিক্রি করতেন। প্রতারণার দায়ে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha