রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৬ এপ্রিল) দুপুরে পাংশা বাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী, রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের হিসাব সহকারী মো. মোকসেদ আলীর সমন্বয়ে এ অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩, ৪৫ ও ৫১ ধারায় ১৩ জন দোকানিকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান কর্মসূচিতে দায়িত্বপালনকারী পেশকার মো. মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুনঃ সদরপুরে প্রতিবন্দি শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার এক
বাজার তদারকি অভিযানের সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী দোকানে পণ্যের বিক্রয় মূল্য তালিকা সংরক্ষণ, বেশি দামে পণ্য বিক্রয় না করা এবং ভেজাল দ্রব্য বিক্রি না করাসহ বিভিন্ন বিষয়ে দোকানদারদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha