রাজধানীর বংশাল এলাকায় একটি মোটরসাইকেলের দোকানে লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রোববার দুপুর ২টা ৩৫ মিনিটে বংশাল কবরস্থানের সামনে একটি মোটরসাইকেলের দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সেখানে ছুটে যায়। পরে আরও একটি ইউনিট আগুন নেভানোর কাজে
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তা (ডিউটি অফিসার) কামরুল হাসান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলের আশপাশে মোটরসাইকেল ও পার্টসের অনেক দোকান থাকায় প্রথমে আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও পরে আরও একটি ইউনিট পাঠানো হয়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে ফায়ার সার্ভিসের একটি টিম এখন কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।