আজকের তারিখ : ডিসেম্বর ১২, ২০২৪, ১০:৪৬ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৪, ২০২২, ৫:৪৫ পি.এম
যশোর চিত্রা মডেল কলেজের প্রভাষক সন্ত্রাসী হামলায় হাসপাতালে
যশোর বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া চিত্রা মডেল কলেজের প্রভাষক মিলন হোসেন (৪৫) সন্ত্রাসীদের হামলার শিকার। সোমবার ৪ এপ্রিল আনুমানিক দুপুর ১২.৩০ টার সময় চিত্রা মডেল কলেজ থেকে দুইশত গজ দূরে রাস্তার উপর হঠাৎ অটো ও মোটর সাইকেল নিয়ে এসে ৬/৭ জন সন্ত্রাসীরা হামলা ও বেধড়ক মারধর করে আইসিটির প্রভাষক মিলন হোসনকে।
এরপর ঘটনা স্থান থেকে মিলন মোটরসাইকেল ফেলে রেখে কলেজের মাঠের দিকে ছুটে আসলে সন্ত্রাসীরা মিলনকে ফেলে রেখে চলে যায়। মিলন হোসেনের অবস্থার অবনতি দেখে তাকে জীবন বাঁচানোর জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিলন হোসেন, পিং- খয়বর সর্দার, সাং- প্রেম চারা, এর কাছে জানতে চাইলে তিনি বলেন কয়েক দিন আগে রবিউল শিকদার (৪২), পিং- হাকীম শিকদার, সাং- ভরতপুর, আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে পারি নাই বলে আজ আমাকে একা পেয়ে কলেজের পূর্ব দিকে মাগুরা-যশোর মহাসড়কে উপর আসলে হঠাৎ করে অটো ও মোটরসাইকেলে ৬/৭ সন্ত্রাসীরা রামদা, হাতুড়ি ও কচার লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। তখন আমি প্রাণ বাঁচানোর উদ্দেশ্য জোরে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে কলেজের দিকে দৌড়াতে থাকি।
তিনি আরও বলেন, সবুজ (২৭) পিং- মনোহর, নাজমুল (৩৫) পিং- আরমান বিশ্বাস, ইসমাইল (২৫) পিং- দাউদ চৌধুরী, শাকিল (২৮) সহজ আরও দুই জন। এলাকাবাসীর লোকজন সূত্রে জানা যায়, এ-ই সন্ত্রাসীরা সবাই নিয়মিত মাদক সেবনকারী, নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবনকারী। এ বিষয়ে চিত্রা মডেল কলেজের প্রিন্সিপাল কোহিনূর আলম বলেন, রবিউল শিকদার মোবাইল ফোনে প্রভাষক আতাউর রহমান এর কাছে প্রভাষক মিলন হোসেনকে মারধর করার হুমকি দেয়, এটাই আমি জানি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha