প্রফেসর ড. কে এম মোহসীনের রাজধানী ঢাকার ব্যক্তিগত লাইব্রেরী থেকে পাংশার এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে ৩২টি মূল্যবান বই হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ইচ্ছায় সেখান থেকে পাঠাগারে আরও কিছু বই হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রফেসর ড. কে এম মোহসীন একজন ইতিহাসবিদ ও শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বেসরকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য। তিনি বাংলাদেশ ইতিহাস সমিতি ও ইতিহাস একাডেমির সভাপতি ছিলেন। পাংশার কৃতিসন্তান প্রফেসর ড. কে এম মোহসীনের জন্ম ১৯৩৮ সালের ২৭ মে। ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।
শনিবার বিকেলে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে বই হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস। অনুষ্ঠানে প্রফেসর ড. কে এম মোহসীনের ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ খান সোহেল ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন
অনুষ্ঠানে ভার্চুয়ালেযুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রফেসর ড. কে এম মোহসীনের পুত্র শামীম মোহসীন অমি ও বিশিষ্ট লেখক গবেষক ও সাংবাদিক বাবু মল্লিক। অনুষ্ঠানে প্রফসর ড. কে এম মোহসীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, বিশিষ্ট ব্যবসায়ী নিখিল কুমার দত্ত, মো. নিজাম উদ্দিন ও মো. নুরুল ইসলাম, পাংশা পৌরসভার কাউন্সিলর গোবিন্দ কুন্ডু ও খোন্দকার মাহাবুব হোসেন রিপন, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, সিদ্ধিরাম ঘোষ, কবি এবাদত আলী শেখ, সুজাত চৌধুরী সুমন, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের আজীবন সদস্য সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শেখ মুহাম্মদ সবুর উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha