ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার শহরের ঝিলটুলীতে নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানেরর শুরুতেই জাতিয় সংগীত পরিবেশন, মশাল প্রজ্জ্বলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ শুচনা করেন জেলা প্রশাসক অতুল সরকার ।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাসলিমা আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, জেলা প্রশাসকের সহধর্মিনী শতাব্দী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের সহধর্মীনি জিনিয়া আহমেদ প্রমুখ।
আরও পড়ুনঃ সালথায় সরকারী মডেল মসজিদে নামাজ আদায় শুরু
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন ভাল মানুষ হতে হলে লেখাপড়ার পাশাপাশি সুস্থধারা সংস্কৃতিচর্চা প্রয়োজন। যারা সুস্থ ধারার ও সংস্কৃতি চর্চা করে তার অনেক ভাল দিক থাকে।
তিনি বলেন, যুগের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে এই জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। লেখাপড়া এবং খেলাধুলার পাশাপাশি বিজ্ঞান চর্চা করতে হবে সংস্কৃতি চর্চা করতে হবে। পরে তিনি বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha