মুজিববর্ষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জাগরণে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে শনিবার (২৬ মার্চ) বিকেলে পাংশা সরকারি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর নাম ফলক উন্মোচন করেন। একই সাথে পাংশা সরকারি কলেজ আবুল মাহমুদ ছাত্রাবাসে আবুল মাহমুদ ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. আব্দুল কুদ্দুস মোল্লা।
অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোর্শেদ রনজু, কোষাধ্যক্ষ মো. তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনজুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কেএম বিল্লাহ খানসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি পাংশা সরকারি কলেজ চত্বরে পৌছিলে বিএনসিসি তাকে গার্ড অব অনার প্রদান করে। বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি পাংশা সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় সবার সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন তিনি। মহান স্বাধীনতা দিবসে পাংশা সরকারি কলেজে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির আগমনে কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত ঃ ১৯৬৯ সালে পাংশা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ সালের ৮ অক্টোবর কলেজটি জাতীয়করণ করা হয়।
আরও পড়ুনঃ পাংশা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha