রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন, পাংশা সরকারি কলেজ, পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসন ঃ শনিবার সকালে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খান বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
আরও পড়ুনঃ পাংশায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিনব্যাপী কর্মসূচির পর্যায়ক্রমে বিজয় র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা, শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, মন্দিরে বিশেষ প্রার্থনা এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাংশা সরকারি কলেজ ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে পাংশা সরকারি কলেজ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোর্শেদ রনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, বিশেষ অতিথি হিসেবে কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মো. তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনজুরুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক কেএম বিল্লাহ খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগ ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা এবং সহযোগী সংগঠনসমূহের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম মৃধা, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫