আজকের তারিখ : জুলাই ২৬, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশকাল : মার্চ ২৭, ২০২২, ১২:৪১ পি.এম
লেখাপড়ার পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতির চর্চা প্রয়োজন

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন লেখাপড়ার পাশাপাশি সুস্থধারা সংস্কৃতিচর্চা প্রয়োজন। যারা সুস্থ ধারার ও সংস্কৃতি চর্চা করে তার অনেক দিক থেকেই থাকে।
তিনি বলেন যুগের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে এই জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। লেখাপড়া এবং খেলাধুলার পাশাপাশি বিজ্ঞান চর্চা করতে হবে সংস্কৃতি চর্চা করতে হবে। তিনি বলেন এই বিদ্যালয়ের -ছাত্রীরা অনেক ভালো করছে। এবং প্রত্যেকটা শাখাতেই ভবিষ্যতে আরও ভালো করবে। পরে তিনি একজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
তিনি আজ রবিবার সকালে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রশেখর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা বিদ্যালয় দিবা শাখার সরকারি প্রধান শিক্ষিকা রেহেনা জামান।
এরপরে প্রধান অতিথি একজন পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় শিক্ষিকা রিতা পোদ্দার ও নাহিদা হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha