রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বুধবার (১৬ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
জানা যায়, ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপনা প্রতিযোগিতায় ৭জন অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মো. তামিমুর রহমান ১ম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ৮ম শ্রেণির তাসনিয়া জামান ২য় ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর ৮ম শ্রেণির নুসরাত জাহান রিন্তি ৩য় স্থান লাভ করে।
এছাড়া ১ম-৫ম শ্রেণি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১২জন অংশগ্রহণ করে। এর মধ্যে পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাসতুরা রিফাইয়া নওমি ১ম, মাগুড়াডাঙ্গী কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা আরিবা ২য় ও আবু বক্কর সিদ্দিকী ৩য় স্থান লাভ করে।
অনুষ্ঠানে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, একাডেমীক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জলী রানী প্রামানিক ও পঙ্কজ কুমার বিশ্বাস, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য, সাংবাদিক মো. মোক্তার হোসেন ও শিল্পকলা একাডেমীর শিক্ষক, বিশিষ্ট নাট্য অভিনেতা চৈতন্য বসাক প্রমূখ উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha