আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৯:৪৬ পি.এম || প্রকাশকাল : মার্চ ১৫, ২০২২, ১২:৫৭ পি.এম
মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিআরটিএ এর সচেতনতা মূলক কর্মশালা
মাগুরায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে স্কুল ও মাদরাসায় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার ১৫ মার্চ সকাল ১০ টার সময় বিআরটিএ মাগুরা সার্কেল এর আয়োজনে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় ১৫০ জন ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে শ্রেণীকক্ষে কর্মশালার সচেতনতা মূলক প্রচার করা হয়।
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক কর্মশালায় ভিডিও প্রজেক্টের দৃশ্যর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ মাগুরা এস এম মাহফুজুর রহমান।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন টি,আই (প্রশাসন) ট্রাফিক শাখা মাগুরা মোঃ আবুল কালাম আজাদ, মোটরযান পরিদর্শক বিআরটিএ মাগুরা সজীব সরকার, সিল মেকানিক্স বিআরটিএ মাগুরা সার্কেল মোঃ লিটন বিশ্বাস, অফিস সহকারী বিআরটিএ মাগুরা ব্রজেন বিশ্বাস।
কর্মশালায় বিআরটিএ মাগুরা সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক আলাপ আলোচনা করেন এবং বিআরটিএ নিরাপত্তা বিষয় মূলক লিফলেট বিতরণ করেন।
টি আই (প্রশাসন) ট্রাফিক মোঃ আবুল কালাম আজাদ বলেন, সড়ক নিরাপত্তায় স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha