আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১০:০১ পি.এম || প্রকাশকাল : মার্চ ১৫, ২০২২, ৪:৪৭ পি.এম
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা আজ সকালে দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম এর সভাপতিত্বে
সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন , ফরিদপুরের রাজনীতিতে মহিলা আওয়ামী লীগ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আর তাই ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে।
বক্তারা আগামী ২৪ মার্চ গোপালগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের সম্মেলন সফল ও উক্ত সম্মেলনে যোগদানের আহ্বান জানান। আর আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে নৌকার মাঝি যে হবে তার হয়েই কাজ করার আহ্বান জানান।
তারা একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha