রাজবাড়ী জেলার পাংশার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী সোমবার ৪ জানুয়ারী বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি সভায় নবাগত ইউএনও মোহাম্মাদ আলী বলেন, আমি সরকারী একজন কর্মকর্তা হিসেবে পাংশাতে এসেছি। এখানকার সমস্যা-সম্ভাবনা সম্পর্কে আপনারা (সাংবাদিকরা) অবগত। উপজেলা প্রশাসনের কাজে এবং রাষ্ট্রীয় কাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, আমি (ইউএনও) নিয়ম নীতির মাধ্যমে কাজ করব। কাজের ক্ষেত্রে প্রশাসনিক সংশ্লিষ্ট তথ্যের ব্যাপারে সরাসরি আলোচনা করার গুরুত্বারোপ করে প্রশাসনিক কাজে সার্বিক ভাবে সহযোগীতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
[caption id="attachment_1734" align="alignnone" width="1000"] (ক্যাপশন ঃ পাংশার নবাগত ইউএনও মোহাম্মাদ আলী সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেন)[/caption]
পরিচিতি সভায় সিনিয়র সাংবাদিক ইজাজুল হক, মোঃ মোক্তার হোসেন, এম.এ জিন্নাহ, এস.এম রাসেল কবীর ও মাসুদ রেজা শিশির প্রমূখ বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন- শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাংশার অতীত ঐতিহ্য রয়েছে। সাহিত্যিক কাজী আব্দুল ওয়াদুদ, রওশন আলী চৌধুরী, এয়াকুব আলী চৌধুরী, রোকনুজ্জামান খান (দাদা ভাই), ডক্টর কাজী মোতাহার হোসেনসহ অনেক গুণী মানুষের জন্ম এই পাংশার মাটিতে। পেশাগতভাবে আমরা (সাংবাদিকরা) সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করি। প্রশাসনের সাখে নিবিড় সম্পর্ক রেখে পেশাগত দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকবৃন্দ। পরিচিতি সভায় সাংবাদিক আব্দুর রশিদ, শাহীনুল ইসলামসহ পাংশায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নবাগত ইউএনও মোহাম্মাদ আলী পাংশায় যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha