দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লিটন হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) রাতে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
খোজ নিয়ে জানা যায়,নিহত লিটন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।
উল্লেখ্য, ৫মার্চ শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা লিটন বিশ্বাসকে গুলি করে হত্যা করে। ঐসময় লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন। হত্যার পর তার মরদেহ ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে বলে জানান তারা।
প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া এলাকার সীমান্ত দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এমন সময় বিএসএফ তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ নিয়ে যায়। মরদেহ ফেরতের বিষয়ে বিজিবির কাছে বিএসএফ কোনো পত্র দেয়নি বলে তিনি উল্লেখ করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের নামে থানায় কোনো মামলা নেই। গুলিবিদ্ধ মরদেহটি ভারতের নদীয়া জেলার হোগলবাড়ীয়া থানায় রাখা আছে।খবরটি মুঠোফোনে হোগলবাড়ীয়া থানার ওসি তাকে জানিয়েছেন। তবে কেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে এর কারণ জানা যায়নি। তবে হোয়াটসঅ্যাপে নিহতর ছবিও পাঠিয়েছে তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha