কুষ্টিয়ার কুমারখালীতে আফরোজা খাতুন ওরফে পায়রা (৫০) নামের এক নারীর লাশ বাড়ির পাশের পুকুর পাড় থেকে উদ্ধার কার হয়েছে। এ সময় মারা যাওয়া এই নারীর গলায় ওড়না পেচাঁনো ছিল।
রোববার (৬ মার্চ) সকালে উপজেলার পান্টি ইউনিয়নের ডাসা এলাকার একটি ডোবার পাড় থেকে লাশটি উদ্ধার হয়। নিহত আফরোজা খাতুন ওই এলাকার মৃত আতিয়ার রহমানের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী চলে যাওয়ার পর থেকে আফরোজা খাতুন ৩০ বছর ধরে বাপের বাড়িতে থাকছেন। তিন বোন ও এক ভায়ের মধ্যে তিনি সবার বড় ছিলেন। রোববার সকালে বাড়ি থেকে প্রায় ৭শ’ মিটার দূরের পুকুরপাড়ে আফরোজা খাতুনকে উপর হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষক আক্তারুজ্জামান লিটন। তিনি নিহতের ভাই মোহনকে খবর দেন।
খবর পেয়ে ভাইসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে আফরোজা খাতুনের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আফরোজা খাতুনের লাশ উদ্ধার করে।
নিহতের ভাই মোহন বলেন, সকালে খবর পেয়ে বোনের লাশ বাড়ি নিয়ে এসেছি। কিভাবে মারা গেছে জানিনা। তাঁর মৃত্যু রহস্যজনক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha