আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশকাল : মার্চ ১, ২০২২, ৫:২৬ পি.এম
মাগুরা আলোকদিয়া-পুখুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ বছর পর ম্যানেজিং কমিটি নির্বাচন

মাগুরা আলোকদিয়া-পুখুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ সালে দীর্ঘ বছর পর আলোকদিয়া পুখুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সাধারণ অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহণ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাগুরা সদর মোঃ শরীফ হাসান সোহাগ। এছাড়াও ভোট কেন্দ্রে বক্তব্য রাখেন বগিয়া ইউপি চেয়ারম্যান মীর রওনক হোসেন, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস।
ভোট গ্রহণ শেষে ফলাফল আসে সদস্য পদের সাধারণ অভিভাবক নির্বাচিত প্রার্থীরা হলেন মোঃ ফিরোজ শেখ ১৯৯ টি ভোট পেয়ে ১ম, মোঃ আকিদুল ইসলাম ১৯১ টি ভোট পেয়ে ২য়, মোঃ সাইফুল ইসলাম ১৭০ টি ভোট পেয়ে ৩য় এবং মোঃ ইউনুস মোল্যা ১৩৭ টি ভোট পেয়ে ৪র্থ।
এছাড়াও সংরক্ষিত মহিলা সাধারণ অভিভাবক সদস্যা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোছাঃ বিথী খাতুন নির্বাচিত হয়েছে। এই অভিবাবক নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিলো ৫৪৫ টি, ভোট কাস্ট হয় ৩৯২ টি এবং বাতিল হয় ১৮ টি ভোট।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha