আজকের তারিখ : জানুয়ারী ৫, ২০২৫, ৮:৪৪ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৪, ২০২১, ৬:০১ পি.এম
খালেদা জিয়াকে গৃহবন্দি করে দেশের গণতন্ত্র বন্দি করে রেখেছে -শামা ওবায়েদ ইসলাম রিংকু
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখে সরকার দেশের গণতন্ত্রকে বন্দি করে রেখেছেন। তিনি সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় কে এম ওবায়েদ মঞ্জিলে উপজেলা ছাত্রদলের আয়োজনে জাতীয়তা ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় এ কথা গুলো বলেন।
তিনি বলেন, এই মুহুর্তে দেশের এ অবস্থা থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের পরিবর্তনের জন্য মাঠে নামতে হবে, আমাদেরকে এক হতে হবে, এক হয়ে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাবে। বিএনপিকে ছেড়ে জনগণ কখনো ছেড়ে যায়নি, যাবেও না। কারণ জনগন মনে করে বিএনপি একটি মাত্র দল যেটা দেশের দল, একটি মাত্র দল যেটা দেশের কথা বলে, একটি মাত্র দল যেটা গণতন্ত্রের কথা বলে।
উপজেলা ছাত্রদল নেতা রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ- সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের আহবায়ক হেলালউদ্দীন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হাসান রাজুসহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha