পারিবাবিক আয়োজনে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) যোহরের নামাজের পর পাংশার গুধিবাড়ী গ্রামে বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক আবদুল ওয়াহাব (ওয়াহাব স্যার) এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক আবদুল ওয়াহাব ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ ও রাজবাড়ী সরকারী কলেজে শিক্ষকতা করেছেন। তিনি পাংশার এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পাংশার আইডিয়াল গার্লস কলেজ, আইডিয়াল কেজি স্কুল, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও পাংশা পাইলট গার্লস হাইস্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। এলাকায় তিনি ওয়াহাব স্যার বলে সুপরিচিত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানমনস্ক কবি ও লেখক অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, সাংবাদিক মো. মোক্তার হোসেন, মোকাদ্দেস হোসেন, জাহিদুল ইসলাম, মো. খবির উদ্দিন প্রমানিক, ডা. মো. হাবিবুর রহমান, মো. আক্তার হোসেন, মোকাররম বিশ্বাস, মো. জিল্লুর রহমান ও প্রয়াত অধ্যাপক আবদুল ওয়াহাব স্যারের কনিষ্ঠ পুত্র মো. আবু দাউসসহ পরিবার ও আত্মীয়-স্বজন এবং স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ২১ ফেব্রুয়ারী দিবাগত রাতে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন আলোকিত মানুষ অধ্যাপক আবদুল ওয়াহাব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha