আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২০, ২০২২, ১০:০৯ পি.এম
খোকসায় প্রেসক্লাবের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুষ্টিয়া খোকসা প্রেসক্লাবের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন এ সঞ্চালনায় প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে করেন সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসহাক আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিন,শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুন্সি, খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, সাংবাদিক হুমায়ুন কবির, বাদশা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফিরোজ হোসেন, মিলন খান, মনোজিৎ কুমার, চঞ্চল,হালিম হোসেন, আকরাম হোসেন, নাহিদুজ্জামান স্বপন আব্দুল মতিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শুধী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খোকসা সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রেসক্লাবের সহ-সভাপতি রঞ্জন কুমার ভৌমিক। বক্তাগণ সাংবাদিকতা বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha