আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৯, ২০২২, ৯:৫৬ এ.এম
মাগুরার মহম্মদপুর উপজেলায় অপহরণের পর ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আমিনুর রহমান মোল্যা (২৬), কামাল মিনে (২৫) ও আকাশ শেখ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের দরিশালধা গ্রামের বিবাহিত এক নারীকে উত্যক্ত করত পার্শ্ববর্তী লাহুড়িয়া এলাকার আকাশ শেখ (২০)। ওই নারী নহাটা বাজারে গেলে আকাশ, লিটন মোল্যা ও আমিনুর রহমান মোল্যা তাকে অপহরণ করে বালিদিয়া গ্রামে নিয়ে যায়।
পরে ওই গ্রামের কামাল মিনের বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করে আকাশ।এ ঘটনায় মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মা বাদী হয়ে মহম্মদপুর থানায় আমিনুর রহমান(২৬)পিতা ইসলাম মোল্যা সং দরিসালধা,লিটন মোল্যা পিতা মকবুল মোল্যা সং দরিসালধা তাদের দুজনের বাড়ী উপজেলার নহাটা ইউপিতে,কামাল মিনে পিতা হারুন মিনে বাড়ী বালিদিয়া ইউপির বালিদিয়া গ্রামে,নড়াইলে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের আকাশ ওরফে মুস্তাকের নামে মাললা করেন।
পুলিশ তিন জনকে গ্রেপ্তার করলেও লিটন মোল্যা (৩০) পলাতক রয়েছে।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব নাসির উদ্দিন বলেন, মামলার মূল আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha