মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (বর্তমানে এলপিআরে), আলোকিত মানুষ রাম চন্দ্র দাস এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে রাজবাড়ী জেলার বৃহত্তর পাংশার (বর্তমানে কালুখালী উপজেলার) খাগজানা গ্রামের বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। জানা যায়, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, অষ্টাদশ পল্লী পাগল আশ্রমের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সহসাধারণ সম্পাদক অরবিন্দু যোয়ার্দ্দার, অসিত বিশ্বাস, রাজকুমার বিশ্বাস, গোপাল চন্দ্র বিশ্বাস, কমল চন্দ্র মন্ডল, বারোপল্লী মহাশ্মশানের সভাপতি তেজেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক পংকজ সরকার, সহসাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস, নরেশ চন্দ্র মজুমার, হরিপদ মন্ডল, একাদশ পল্লীর সভাপতি অরুণ কুমার সেন ও সাধারণ সম্পাদক ভজন কুমার মাস্টারসহ এলাকার অনেকে শুক্রবার দুপুর ১২টার সময় গুণী ব্যক্তিত্ব রাম চন্দ্র দাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
তারা নিজনিজ এলাকায় তাদের প্রতিষ্ঠানে রাম চন্দ্র দাসকে আমন্ত্রণ জানায়। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক রাম চন্দ্র দাস উপস্থিত সবার সাথে কুশলাদি বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha