‘‘কোন অপশক্তিই বাংলাদেশের সম্প্রীতিকে নষ্ট করতে পারবে না। ১৯৭১ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, ইতিহাসের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে সাম্প্রদায়িক শক্তি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে হিন্দু-মুসলিম-খৃষ্টান কাঁধে কাঁধ রেখে জীবনের মায়াকে তুচ্ছ করে দেশ মাতৃকার স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল। সেই থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত।’’
গত সোমবার (১৪.০২.২০২২) রাতে বোয়ালমারী উপজেলার কয়ড়া কালীবাড়ীতে হিন্দু সনাতনীদের এক ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক এমপি মো: আব্দুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তাঁর বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সব ধর্মের মানুষ স্বাধীন ভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন, কেউ কোন ধর্ম পালনে বাঁধা দিতে সাহস করবেন না।’ আব্দুর রহমান চলতি অনুষ।ঠানের জন্য ১০মন চাউল বরাদ্দ দেন এবং ভক্ত নিবাস তৈরীর জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে ব্যবস্থা নিবেন বলে প্রতিশ্রুতি দেন।
হাজার বছরের ঐতিহ্যবাহী সনাতনী তীর্থভূমি কয়ড়া কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি, বিশিষ্ট্য সমাজ সেবক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সি: সহ-সভাপতি সুবাস সাহার সভাপতিত্বে তিনদিন ব্যাপি অনুষ্ঠিত কয়ড়া কালী বাড়ি গঙ্গাস্নানের প্রথম দিনে অষ্টকালী লীলা কীর্তনানুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট্য ধর্মানুরাগী, সমাজ হিতৈষী, ধর্মরাজ শ্রী শ্যামল কুমার ব্যানার্জী ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাদপুর ইউপি-র নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন মোশা, সাতৈর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো: রাফিউল আলম মিণ্টু, বিআরডি প্রাক্তন চেয়ারম্যান (বোয়ালমারী উপজেলা), সাতৈর ইউপি আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন আকুল প্রমুখ।
এর আগে মো: আব্দুর রহমান অনুষ্ঠান স্থলে পৌঁছালে ফুলের তোড়া দিয়ে বরন করেন নেন সুবাস সাহা এবং শ্যামল কুমার ব্যানার্জী। তাদের সাথে ছিলেন মন্দির কমিটির পক্ষে সমর কুন্ডু, অমিত সাহা, বিপ্লব পাল, মিন্টু দাস, গোপীনাথ পোদ্দার, নারু দাস, কানাই লালসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha