আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:০৪ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৫, ২০২২, ১২:০৬ পি.এম
যানজটে দিশেহারা চাটমোহর পৌরবাসী
যানজটে নাকাল হয়ে পড়েছেন পাবনার চাটমোহর পৌরবাসী। ছোট এই শহরে যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। দূর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে থানা মোড় থেকে হাসপাতাল পর্যন্ত দিনের সারাক্ষণ যানজট লেগেই থাকে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়,থানা মোড় থেকে পুরাতন বাজার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কে অসংখ্য অটোভ্যান,ট্রলি,আর ট্রাক। দুইপাশে ভটভটি গাড়ি। এসবের মাঝখানে মোড়ের মাঝে আটকে আছে মোটরসাইকেল আরোহী,অটোভ্যান চালক ও পথচারী। পুরাতন বাজার প্রধান সড়ক থেকে মুক্তিযোদ্ধা সংসদ অভিমুথি রাস্তাটুকু ব্যবসায়ীদের দখলে। তারা ইচ্ছেমতো মালামাল উঠানো-নামানো করছেন। কোন কিছুর তোয়াক্কা করছেন না।
পথচারীরা বলেন, প্রতিদিনই পুরাতন বাজার থানা মোড় থেকে হাসপাতাল পর্যন্ত অসহ্য যানজট। নিত্য প্রয়োজনে প্রতিদিন হাজারো মানুষ এ মোড় হয়ে বাজার ও হাসপাতালে প্রবেশ করেন।
এখানে বাস, ট্রাক, সিএনজি, ইজিবাইক, ভটভটি, নসিমন, করিমন, অটোভ্যান ও মোটরসাইকেল বিশৃঙ্খলভাবে অবস্থান করায় সারাক্ষণ যানজট লেগেই থাকে। শুধু থানা মোড়ই নয় পৌর শহরের দোলবেদীতলা থেকে থানা মোড় পর্যন্তও যানজটের সৃষ্টি হয়।
যানজটের বিষয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রতিটি মাসিক সভায় আলোচনা হয়। যানজট নিরসনে পৌর কতৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়।
পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো বলেন, যানজট নিরসনে পৌরসভা থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha