আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৯:৪৫ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৫, ২০২২, ১২:৫৫ পি.এম
মাগুরায় ঐতিহ্যবাহী আবালপুর ৫৪ তম সিদ্দিকীয়া ইছালে ছওয়াব ও কোরআন মাহফিল বৃহস্পতিবার ও শুক্রবার
মাগুরা সদর উপজেলায় ঐতিহ্যবাহী আবালপুর ৫৪ তম বার্ষিকী, ২ দিন ব্যাপী সিদ্দিকীয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ৪ ও ৫ ফালগুন ১৪২৮ বাংলা এবং ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২২ ইং মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের আবালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করিবেন সভাপতি মাহফিল কমিটি আলহাজ্ব মোঃ পান্নু বিশ্বাস, সার্বিক তত্ত্বাবধানে আছেন মেয়র মাগুরা পৌরসভা মোঃ খুরশীদ হায়দার টুটুল। মাহফিল সঞ্চালনায় পরিচালনা করিবেন ইমাম ও খতীব কারা জামে মসজিদ মাগুরা, ক্বারী হযরত মাওলানা খোন্দকার আব্দুল্লাহ আল মামুন। তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য মাগুরা ১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা হলেন কে এম (কলি) এম এম (ফুরফুরা শরীফ), ফুরফুরা শরীফ, হুগলী, ভারত পীরজাদা মাওলানা নাসার মোঃ সাআদান সিদ্দিকী।
বিশেষ বক্তা থাকবেন, খতীব ভোলা জামে মসজিদ গুলশান -২ ঢাকা আলহাজ্ব হযরত মাওলানা সারওয়ার হসাইন ইয়াকুবী, খতীব চিত্রশাইল কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া ঢাকা মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদী, পীর সাহেব সিদ্দিকীয়া দরবার শরীফ কলেজপাড়া মাগুরা আলহাজ্ব হযরত খোন্দকার মাওলানা আঃ মমিন সাহেব, মুহতামিম আনওয়ারুল উলুম সিদ্দিকীয়া হামীদিয়া দাওয়ায়ে হাদিস মাদরাসা মাগুরা দরবার শরীফ মাগুরা হযরত মাওলানা আবু সালেহ মুহাঃ মুতাসিম বিল্লাহ, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসিফ আল আছাদ মেলিন এবং আবালপুর গ্রামের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি সহ স্থানীয় উলামা একরাম গণ।
২য় দিন ১৮ ফেব্রুয়ারি শুক্রবার কোরআন থেকে তাফসীর করবেন, ভাইস প্রিন্সিপাল শাহ জুঁই কামিল মাদ্রাসা পাংশা রাজবাড়ী ডঃ খন্দকার মাহবুবুর রহমান। মাহফিল কমিটি সিদ্ধান্ত নিয়েছেন, করোনা ও ওমিক্রন ভাইরাস রোগ এড়াতে মুখে মাস্ক ব্যবহার করে মাহফিলে দলে দলে মুসলিম ভাই ও বোনেরা যোগদান করিবেন। আপনার আদরের সন্তানের হাফেজ পড়ার জন্য, আবালপুর সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি চলিতেছে এবং থাকার জন্য লজিং এর সু-ব্যবস্থা আছে। ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের আরজ গোজার করছেন আবালপুর গ্রামবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha