ফরিদপুরের চরভদ্রাসনে গাছের চাপা পড়ে নওয়াবআলী শিকদার (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা আলী শিকদারের বাড়ী সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায় ঘটনার দিন সকাল ৮ টার দিকে ঐ বৃদ্ধ চরভদ্রাসন বাজারের উদ্দেশ্যে বের হয়ে যান। কাজ শেষে রিক্সা যোগে তার চাচাতো ভাই আলী বাড়ীর সামনে এসে নামেন এবং তার ছোট ভাই হালিমকে দেখতে পেয়ে দুই ভাই বসে গল্প করছিলেন। সে সময় রাস্তা হতে দশ মিটার দূরে আলীর বিক্রী করা একটি চাম্বল গাছ কাটছিলেন বেপারীর লোকজন। তারা সকলকে দূরে সড়ে যেতে বলেন।
এ সময় হালিম সড়ে গেলেও নওয়াবআলী সড়ে যেতে পারেননি। হঠাৎ করেই চাম্বল গাছটি পার্শবর্তী একটি আম গাছের উপরে এসে পরে। আম গাছটি ভেঙ্গে তার একটি মোটা ডালে নওয়াবআলী চাপা পরে গুরুতর আহত হয়।পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.ননী গোপাল হালদার তাকে মৃত ঘোষনা করেন।
ঘটানার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়ারুল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।জানা যায় নিহত নওয়াবআলী ও আলী শিকদার সম্পর্কে চাচাতো ভাই।নওয়াব আলীর স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়ে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha