ফরিদপুরের আলফাডাঙ্গায় ২২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঠিকানা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব পরিবারের জন্য সরকারি খাসজমিতে গৃহ নির্মাণের কাজ পুরোদমে চলছে। গৃহহীনরা তাদের স্বপ্নের ঘর পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন।
‘আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে আলফাডাঙ্গা উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধানমূন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে দেওয়া খাসজমিতে গৃহ নির্মাণের কাজ করছে উপজেলা প্রশাসন।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমূন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহ নির্মাণকাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি বিতরণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া প্রত্যেক সুবিধাভোগীর নামে ২ শতাংশ জমির বন্দোবস্ত দলিল হস্তান্তর করা হবে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা তৈহিদ এলাহী জানান, আলফাডাঙ্গা উপজেলাতে ২২০টি ঘর বরাদ্দ পেয়েছি। এসব ঘর নির্মাণ কাজ চলমান আছে। জেলা প্রশাসক স্যারের কাছে আলফাডাঙ্গাতে আরো ঘরের দাবি জানিয়েছি। জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় আমি নির্মাণকাজ তদারকি করছি। ফলে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পাবে।
উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান বলেন, আলফাডাঙ্গাতে মাননীয় প্রধানমূন্ত্রী শেখ হাসিনা উপহার ২২০টি গৃহহীন পরিবার ঘর পাবে এটা সত্যি অনেক আনন্দের সংবাদ। আমরা চেষ্টা করবো সঠিক উপকারভোগীদের মধ্যে ঘর বন্টন করার।
আলফাডাঙ্গাতে সরকারি খাস জায়গায় ২২০টি গৃহ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ভূমিহীন ও গৃহহীনরা আবেদন করছেন।
এরই পরিপ্রেক্ষিতে আবেদনপত্র যাচাই-বাছাই করে উপকারভোগী নির্বাচন করবে উপজেলা প্রশাসন। প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবাস্ত দিয়ে ওই জমির ওপর ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। সবগুলো ঘর সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব গৃহে।
মো.ইকবাল হোসেন,তারিখ: ২৫/১২/২০, মোবাইল: ০১৭২২২৪৭৩৪৫
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha