করোনা প্রতিরোধে বিভিন্ন মসজিদে মুসুল্লিদের উদ্দেশে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করায় ঢাকা রেঞ্জের সেরা ওসি হয়েছেন চরভদ্রাসন থানার অফিসা ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম।গত ২৮ জানুয়ারী (শুক্রবার) জুম্মার নামাজের সময় স্থানীয় একটি মসজিদে উপস্থিত হয়ে মুসুল্লিদের উদ্দেশে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন ওসি মো.জিয়ারুল ইসলাম।তার ওই বক্তব্য ঢাকা রেঞ্জ পুলিশের দপ্তরে সংগ্রহ করা হয়।পরে যাচাই বাছাই করে ৯৬টি থানার মধ্যে চরভদ্রাসন থানা ওসির দেওয়া বক্তব্যকে সেরা বিবেচিত করেন সংশ্লিষ্টরা।
জানা যায়,করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় ব্যাতিক্রম এক উদ্যোগ নেন ফরিদপুর জেলা পুলিশ।এ উদ্যোগে জেলার ৯টি থানার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মসজিদ ভিত্তিক সতর্কমূলক প্রচারনা চালানো হয়।এ সময় করোনা সংক্রমন প্রতিরোধে করনীয় ও বর্জনীয় দিক নিয়ে নানা সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেছেন সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।এদের মধ্যে গত জানুয়ারী মাসে মসজিদ ভিত্তিক সচেতনতামূলক বক্তব্যে ঢাকা রেঞ্জের ৯৬ টি থানার মধ্যে সেরা বক্তব্য দিয়ে প্রথম হয়েছেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম।
জানা গেছে,ফরিদপুরের পুলিশ সুপার (এসপি)আলিমুজ্জামান (বিপিএম সেবা)এর দিক নির্দেশনায় জেলার ৫৬ টি মসজিদে ধারাবাহিকভাবে করোনা প্রতিরোধে প্রচারনা চালান পুলিশ কর্মকর্তারা।মাস্ক পরিধান,সামাজিক দুরত্ব বজায় রাখা,হাটে বাজারে ভীর ও লোকসমাগম এড়িয়ে চলাসহ সার্বিক বিষয়গুলো নিয়ে মসজিদে মুসুল্লিদের উদ্দ্যেশে কথা রাখার পাশাপাশি করোনাকালে সাধারন মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸবান জানানো হয়।
বাংলাদেশ পুরিশের পক্ষে মসজিদ ভিত্তিক প্রচারনার অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের সময় খুতবার আগে চরভদ্রাসন থানার ওসি মো.জিয়ারুল ইসলাম সচেতনতা বক্তব্যে বলেন,সরকারি বিধি-নিষেধ সকলকে মেনে চলতে হবে।আমরা সকলে যদি সচেতন হই তাহলে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।বাহিরে বের হলে সকলকে মাস্ক পরতে হবে।এ ছাড়া সকলকে থানায় আসার আহŸবান জানিয়ে তিনি আরও বলেন, থানায় সেবা নিতে এলে কোন টাকা লাগে না।কোন দালালকে টাকা দিয়ে প্রতারিত হবেন না।জঙ্গিবাদ মোকাবিলা,সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ,কিশোর গ্যাং এবং মাদকের ব্যাবহার রোধে পুলিশ শতভাগ সচ্ছতা নিয়ে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।এসময় সামাজাজিক নানা অসংগতি দুরিকরনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
৯৬ থানার মধ্যে সেরা হওয়ার বিষয়ে ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন,আমাদের অবিভাবক ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) স্যারের নির্দেশিত মসজিদ ভিত্তিক বক্তব্য চলমান রয়েছে।আমিও প্রতি জুম্মায় মসজিদে গিয়ে মুসুল্লিদের সচেতন করছি।অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে,গত মাসের মসজিদ ভিত্তিক প্রচারনায় আমাকে রেঞ্জের সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে।এতে আমি খুবই আনন্দিত।৯৬ থানার মধ্যে সেরা হওয়ায় ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) হাবিবুর রহমান ও ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামানকে ধন্যবাদ জানান চরভদ্রাসন থানার ওসি মো. জিয়ারুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha