আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৩:১২ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২, ২০২২, ৮:১০ পি.এম
ফরিদপুরে সরস্বতী পূজা উপলক্ষে বাজারে আসছে প্রতিমা
আগামী শনিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। আর এ পূজাকে কেন্দ্র করে ফরিদপুর শহরের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বাসাবাড়িতে ও শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে।
হিন্দু ধর্ম মতে সরস্বতী বিদ্যার দেবী । আর তাই দেবীর আরাধনায় ব্যস্ত থাকবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।এদিকে সরস্বতী পূজা উপলক্ষে ফরিদপুর শহরের থানা মোড়ে বিভিন্ন ধরনের প্রতিমা আনতে দেখা গেছে।
প্রকারভেদে এসব প্রতিমা বিক্রি হচ্ছে ৫০০-৬০০০ টাকার মধ্যে।
এ ব্যাপারে একজন প্রতিমা ব্যবসায়ী গুরুপদ পাল জানান মহামারী করোনার কারণে অন্যান্য বছর থেকে এবার তিনি কম প্রতিমা নির্মাণ করেছেন। এ অবস্থা না থাকলে আরো কিছু প্রতিমা তৈরি করতে পারতেন।
এদিকে বাজার ঘুরে দেখা গেছে সরস্বতী পূজায় প্রতিমার পাশাপাশি পলাশ ফুলের ও বিক্রি বেড়েছে। পলাশ ফুল প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকার মধ্যে।
বিক্রেতার আশা করছেন পূজার যেহেতু এখনো দুই দিন বাকি আছে তারা অনেকটা পুষিয়ে নিতে পারবেন। একই সাথে মোটামুটি লাভ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছেন।
এদিকে প্রতিমা আসে ব্যক্তিবর্গ জানান এখন বাজারে সবেমাত্র প্রতিমা গুলো আসছে তাই দোকানিরা একটু দাম চাচ্ছেন। আরো প্রতিমা আসলে দাম অনেকটা কমে যাবে এবং তারা তুলনামূলক কম দামে সরস্বতী প্রতিমা কিনতে পারবেন।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন পাড়া-মহল্লায় ইতোমধ্যে অস্থায়ী মন্দির নির্মাণ করা হচ্ছে । তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করা হবে। এবং ওই রাতে আলোকসজ্জা করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha