আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২, ২০২২, ৬:০৭ পি.এম
মহম্মদপুরে পরিবেশ অধিদপ্তরের ইট ভাটায় অভিযান

মাগুরা মহম্মদপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে ভাটা ভাঙ্গচুর ও জরিমানা আদায়। মঙ্গলবার ১ ফেব্রুয়ারী সকাল ১০.৩০ টার সময় বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়ার আনাস ভাটায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এর আদেশে অবসরপ্রাপ্ত সৈনিক কর্পোরাল মনির এর অনুপস্থিতিতে ভাটা ভাঙ্গচুর করা হয়।
এ সময়ে ভাটায় উপস্থিত ছিলো যশোর র্যাব ৬, মাগুরা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সদস্যগণ। ভাটার একপার্শ্বে গাছের খড়ি পড়ে ছিলো কিন্তু ভাটায় এ সময়ে কোন চিমনী ও আগুন ছিলো না। এরপর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ টিম নহাটা ইউনিয়নের অটো ব্রিকস প্রোঃ মোঃ হেদায়েত আলীর ভাটায় উপস্থিত হয়ে দেখেন এটা স্থায়ী হাওয়া চিমনী ভাটা।
সেখান থেকে এসে নহাটা ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকস প্রোঃ মোঃ আকুব্বর মৃধা ভাটায়, ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা -৬ দন্ড- ১৬ তে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে। রাজাপুর ইউনিয়নের এ এম বি ব্রিকস প্রোঃ মোঃ আনোয়ার শেখ এর ভাটায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে। সরেজমিনে দেখা যায়, মহম্মদপুরে ১২ টা টিনের চিমনী ভাটা থেকে ২.৫০ লক্ষ টাকা ও স্থায়ী ১১ টা চিমনী ভাটা থেকে ২ লক্ষ করে টাকা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha