আজকের তারিখ : জানুয়ারী ২০, ২০২৫, ৩:০৪ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২, ২০২২, ৫:৫২ পি.এম
সালথায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ওসির শীতবস্ত্র বিতরণ
ফরিদপুরের সালথা উপজেলায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) অসহায় শীতার্তদের মাঝে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান এর পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। ওসি মোঃ আসিকুজ্জামান এর অর্থায়নে বুধবার (২ ফেব্রুয়ারী) বিকালে সালথা থানা চত্তরে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর পক্ষে কম্বল বিতরণ করেন, সালথা থানার অপারেশন অফিসার গোলাম মোন্তাসির মারুফ। এসময় আরও উপস্থিত ছিলেন, এসআই হান্নান মিয়া, এসআই শরিয়তুল্লাহ, এসআই আব্দুল বাসেত, এএসআই আঃ রব, এএসআই রোকসানা পারভিন, এএসআই রবিন হোসেন প্রমূখ।
এসময় স্থানীয় হিজড়াদের গুরু আকলিমা বেগম বলেন, আমরা সমাজে অবহেলিত। কেউ আমাদের কোন খোজ খবর রাখে না। ওসি স্যার খুব ভাল মানুষ। স্যার আমাদের খোজ খবর নিয়ে কম্বল দিয়েছেন, স্যারের জন্য দোয়া করি। স্যার প্রায়ই আমাদের সাহায্য সহযোগিতা করেন।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান টেলিফোনে বলেন, মানুষ হিসেবে আমরা অনেক সময় দায় এড়াতে পারি না। বর্তমানে বাংলাদেশ পুলিশ মানবিক পুলিশ হিসেবে কাজ করছে,রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম (বার)বিপিএম(বার) মহোদয়ের ও পারিবারিক শিক্ষা থেকেই সব সময় সাহায্য সহযোগিতা করি। ওরা স্থানীয় না হওয়ায় তেমন কোন সাহায্য সহযোগিতা পায় না। আমি খোজ খবর নিয়ে ওদের মাঝে সামান্য কিছু দিতে পেরে আমার ভাল লাগছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha