আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১০:০৫ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১, ২০২২, ৫:৩৫ পি.এম
শেফা স্পোর্টিং ক্লাব সটপিস ক্রিকেট টুর্নামেন্ট

শেফা স্পোর্টিং ক্লাব সটপিস ক্রিকেট টুর্নামেন্ট এ মঙ্গলবার এর খেলায় জয় লাভ করেছে সিংপাড়ার দুটি দল। দিনের প্রথম খেলায় সিংপাড়া ৫ উইকেট এর বিনিময়ে নয়ন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে নয়ন স্পোটিং ক্লাব ৯৯ রান সংগ্রহ করে। জবাবে ১ উইকেট হারিয়ে সিংপাড়া ১০০ রান সংগ্রহ করেন।দিনের দ্বিতীয় খেলায় সিংপাড়া একাদশ ৫ উইকেট এর বিনিময় ডি এ এমসি ক্লাবকে পরাজিত করেন।
প্রথমে ব্যাট করতে ডিএ এমসি ৬৭ রানে অলআউট হয়।জবাবে সিংপাড়া একাদশ ১ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে খেলার প্রথম ম্যাচে পার্থিব ও দ্বিতীয় ম্যাচে পঙ্কজ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha