তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পাংশা পৌরসভা নির্বাচনে রবিবার ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইতে ঋণখেলাপীর দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান। একই সাথে ঋণখেলাপীর দায়ে পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লা ও মনোনয়নপত্রে ত্রæটির কারণে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোন্দকার ফরিদ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জানা যায়, রবিবার সকালে পাংশা উপজেলা পরিষদের হলরুমে পাংশা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। সকাল ১১টায় মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠানে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত আলী বক্তব্য রাখেন।
পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বছাই কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজে সংরক্ষিত হালনাগাদ তথ্যের ভিত্তিতে পাংশা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারী সর্বমোট ৬১জন প্রার্থীর মধ্যে মেয়র প্রার্থী মো. ওয়াজেদ আলী পার্থ জুট মিলস লিমিটেডের পরিচালক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরা শাখার ঋণখেলাপী। এছাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লা রূপালী ব্যাংক লিমিটেড, পাংশা শাখার ঋণখেলাপী। ঋণখেলাপীর কারণে তাদের এবং মনোনয়নপত্রে ত্রæটির কারণে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোন্দকার ফরিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা তিনদিনের মধ্যে আপীল করতে পারবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী, বিএনপির মনোনীত প্রার্থী পাংশা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রইচ উদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলীর সহোদরভাই) এবং ফজলুল হক ফরহাদ (পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক) মনোনয়নপত্র দাখিল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha