আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ২:৪৭ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ২, ২০২১, ৫:৪১ পি.এম
ফরিদপুরে আওয়ামী লীগের শীত বস্ত্র বিতরণ

আওয়ামী লীগের উদ্যোগে তিনদিন ব্যাপী ফরিদপুরের সদর উপজেলায় ১২ টি ইউনিয়নে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিষ্ণদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিল্পপতি এ কে আজাদ।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, কতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নারী নেত্রী আইভি মাসুদ প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে, দেশের মানুষের যে কোন দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে এক যোগে কাজ করে। এখন শীত মৌসুম চলছে শীতার্তদের মানুষের পাশে এগিয়ে এসেছি আমার।
তিনি আরো বলেন, শুধু দুযোগে নয়, মানুষের জীবন মান উন্নয়নে ও কর্মস্থান সৃস্টিতে নিরলশ ভাবে কাজ করছে আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা।
ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নে আওয়ামীলীগ উদ্যোগে ছয় হাজর কম্বল বিতরণ করা হবে তিন দিনে। প্রথম দিনে চারটি ইউপিতে দুই হাজার শীত বস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha