আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৮:৩৬ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ২৭, ২০২২, ৬:০৬ পি.এম
ফরিদপুর জেলা বিএনপি’র উদ্যোগে “গনতন্ত্র হত্যা দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিএনপি'র উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয়।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুর জেলা বিএনপির উদ্দোগে কোট চত্ত্বর উকিল বারের তৃতীয় তলায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সৈয়দ মুদাররেস আলী ইছা'র সভাপতিত্বে গনতন্ত্র হত্যা দিবস" বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলী আশরাফ নান্নু, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, শহর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ সহ অন্যান্য বিএনপির নেতা কর্মিরা।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। এবং বলেন এই সরকার ক্ষমতায় আসার পর থেকে। মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার থেকে বঞ্চিত করেছে।
তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর জন্য সরকারের নিকট দাবী জানান।
এবং দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণের জন্য সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha