রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির ডাকুরিয়া মহাশ্মশানে গত সোমবার (২৪ জানুয়ারী) রাতে সনাতন হিন্দু ধর্মের রীতিতে বট-পাকুড়ের একটি বিয়ে নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু পুরাতন এ মহাশ্মশানে প্রথমবারের মত বট-পাকুড়ের বিয়ের আয়োজন করে শ্মশান কমিটি। বট-পাকুড়ের বিয়ে দেখার জন্য সনাতন ধর্মের বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভক্ত এবং উৎসুক লোকজন সেখানে ভিড় জমায়। তা ছাড়াও শ্মশান কমিটির নেতৃবৃন্দ বট-পাকুড়ের বিয়ে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে আমন্ত্রণও জানায়। সেখানে উপস্থিত ভক্তবৃন্দ ও আমন্ত্রিত সবাইকে আপ্যায়ণ করা হয়।
জানা যায়, বিয়েতে বটের অর্থাৎ বরের পিতা হিসেবে পাংশা উপজেলার পাট্টা ইউপির ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার অতুল সরকার এবং পাকুড়ের অর্থাৎ কন্যার পিতা হিসেবে মাছপাড়ার বন্ধন মিত্র উপস্থিত ছিলেন। পুরহিত হিসেবে দায়িত্ব পালন করেন অমল চক্রবর্তী।
সনাতন রীতি অনুযায়ী সোমবার ৭টা ১৩ মিনিটে বিয়ের লগ্ন শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়। তবে ভক্ত ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সোমবার দুপুর ১২টা থেকে মহাশ্মশানে সমবেত হতে থাকে। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত লোকজনকে আপ্যায়ণ করা হয়।
ডাকুরিয়া মহাশ্মশানের সভাপতি গৌর গোপাল চৌধুরী (বাবুল চৌধুরী), সাধারণ সম্পাদক প্রণয় অধিকারী মনি, কোষাধ্যক্ষ যাদব কুমার বিশ্বাস, সুমন দাসসহ শ্মশান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ অতিথিদের অভ্যর্থনা জানায়। ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, মাছপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কিশোর কুমার দাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা উপজেলা রাইস মিল সমিতির সভাপতি দিলীপ কুমার দাস, মাছপাড়া ইউপির ৪নং ওয়ার্ডের পরপর দুইবারের মতো নির্বাচিত ইউপি মেম্বার মোন্তাজ উদ্দিন মোল্লা, মিলন মালাকার, অজয় ভদ্র, পরিতোষ কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বট-পাকুড়ের এ বিয়েকে কেন্দ্র করে ডাকুরিয়া মহাশ্মশানে তোরণ নির্মাণসহ আলোকসজ্জা করা হয়। এ বিয়েতে এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ডাকুরিয়া মহাশ্মশানের সভাপতি গৌর গোপাল চৌধুরী (বাবুল চৌধুরী) বট-পাকুড়ের বিয়ে আয়োজনের তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha