অপরাধ নিয়ন্ত্রণে কুষ্টিয়ার ভেড়ামারায় বিট পুলিশং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি,তথ্য দিন সেবা নিন এই শ্লোগান গুলোকে সামনে রেখে আজ ২৫ জানুয়ারী মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা থানার ওসি তদন্ত নান্নু খাঁন, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ চপল বক্তব্য রাখেন।
এই মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত 'জনগণের পুলিশ' হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতেও জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।আপনার পুলিশ, আপনার পাশে থাকবে বিপদ আপদে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha