ঢাকা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস শনিবার ২২ জানুয়ারী দুপুরে পাংশা উপজেলা সরকারী খাদ্য গুদাম পরিদর্শন করেছেন। জানা যায়, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস শনিবার দুপুর ১২টার দিকে পাংশা সরকারী খাদ্য গুদামে পৌঁছালে পাংশার ওসিএলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম ও রাজবাড়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ.কে.এম শাহনেওয়াজসহ অন্যান্য কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস পর্যায়ক্রমে পাংশার দু’টি সরকারী খাদ্য গুদাম পরিদর্শন করেন। তিনি খাদ্য গুদামে সংরক্ষিত ধান, চাল ও গম এবং উল্লেখিত খাদ্যশস্যের মান পর্যবেক্ষণ করেন। একই সাথে খাদ্য গুদামের বিভিন্ন রেকর্ডপত্র পর্যবেক্ষণ করেন তিনি। পাংশার ওসিএলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম তাঁকে খাদ্য গুদামের প্রয়োজনীয় তথ্যাদি অবহিত করেন।
ঢাকা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস পাংশার সরকারী খাদ্য গুদাম ও গুদামের দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেন। খাদ্য গুদাম ও খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় রাজবাড়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ.কে.এম শাহনেওয়াজ, পাংশার ওসিএলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম, রাজবাড়ী সদরের ওসিএলএসডি শাফায়েত হোসেন, গোয়ালন্দের ওসিএলএসডি আলমগীর হোসেন, বালিয়াকান্দির ওসিএলএসডি জগৎ জ্যোতি, গোয়ালন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ, রাজবাড়ীর কারিগরি খাদ্য পরিদর্শক আব্দুর রশিদ, পাংশা উপজেলা খাদ্য গুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক রিপন কুমার বিশ্বাস, কুমারখালীর খাদ্য পরিদর্শক মহব্বতুন্নেছা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি দিলীপ কুমার দাস ও কালুখালীর মিলার রিপন প্রামানিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha