মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারের পোল্ট্রি মুরগী ও ফিড ব্যবসায়ী যোবায়ের হোসেন জিবু (২৫) নামে এক যুবক ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জিবু জানায়, নাগড়া বাজার থেকে দোকান বন্ধ করে সে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় দীঘার বিলখানিদাহ গ্রামের সাবেক সেনা সদস্য ওহিদারের বাড়ির পশ্চিমে ফাঁকা রাস্তায় আসলে তিন চার জন পথ আটকে এলোপাথাড়ি কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
জিবু একজনকে চিনতে পারায় ছিনতাইকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত জিবুকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার পর পরই মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ আহত জিবুকে দেখতে হাসপাতাল যান এবং ঘটনাস্থল পরিদর্শণে গেছেন।
আহত জোবায়ের ফলশিয়া গ্রামের মোঃ সোবহানের ছেলে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।