ইন্স্যুরেন্স কর্মীর পরিচয়ে মোবাইলে বিভিন্ন বয়সের পুরুষের সঙ্গে যোগাযোগ করতেন রেখা খাতুন। এরপর ফেলতেন প্রেমের ফাঁদে। প্রেম যখন জমে খির, তখনই অন্তরঙ্গ সময়’ কাটানোর লোভ দেখিয়ে প্রেমিকদের বাসায় ডাকতেন তিনি। পরে অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন প্রেমিকদের।
এভাবেই বহু পুরুষকে ফাঁদে ফেলে নির্যাতন, মুক্তিপণ আদায় ও টাকা, মোবাইলসহ দামী মালামাল ছিনতাই করেছে রেখা খাতুন ও তার গ্যাং। কাজ শেষ হলেই বদলে ফেলত ঠিকানা। নতুন জায়গায় গিয়ে একইভাবে চলত প্রতারণা।
সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে প্রতারক রেখা খাতুন ও তার সহযোগী মোহাম্মদ আলী হিমকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বেশ কিছুদিন থেকে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রেমের ফাঁদ পেতে প্রতারণা করে আসছিল রেখা খাতুন। এ চক্রের টার্গেটে থাকতো অপেক্ষাকৃত সহজ-সরল বা বয়স্ক পুরুষরা।
তিনি আরো জানান, মঙ্গলবার শহরের দক্ষিণ হাসপাতাল পাড়ার ভাড়া বাসায় ষাটোর্ধ এক বৃদ্ধকে জিম্মি করে রেখা ও তার দল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এক সহযোগীসহ আটক করা হয় রেখাকে। ঐ সময় পালিয়ে যায় চক্রের অন্য দুই সদস্য।
ওসি মহসীন জানান, এ চক্রের অন্য সদস্যরা পুরুষ। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha