ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষেও ঘটনা ঘটেছে। দু ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী ও মেহেরদিয়া দু' গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে বলে এলাকাবাসি জানিয়েছেন। আহতদেরকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, বল্লম, লাঠিসোঠা, ইট পাটকেল, রামদা নিয়ে এ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইট ও অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, সামান্য ঘটনা নিয়েই দু' গ্রামবাসী সকালেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুনে আমি ও থানা থেকে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করি।
থানার এস আই পিযুষ কান্তি দে বলেন, পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha