রাজবাড়ী জেলার পাংশা উপজেলার প্রত্যন্ত গ্রামে বুধবার (১৯ জানুয়ারি) সকালে লিপি বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। উপজেলার মাছপাড়া ইউপির মাছপাড়া-কালীনগর গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় স্থানীয় জনতা নিহত লিপি বেগমের স্বামী রুবেল সরদারকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাছপাড়া ইউপির ৪নং ওয়ার্ডের দ্বিতীয়বারের মতো নির্বাচিত ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন মোল্লা নিহতের পারিবারিক ও প্রতিবেশী লোকজনের উদ্ধৃতি দিয়ে জানান, মোবাইল ফোনে ঘটনার বিষয়ে অবগত হয়ে ঘটনাস্থলে যাই। মাছপাড়া-কালীনগর গ্রামের দরিদ্র ভ্যানচালক অকুল সরদারের ভবঘুরে ছেলে রুবেল সরদার (৩৮) বুধবার ভোরে তার স্ত্রী লিপি বেগমকে অভিনব ভাবে নতুন শাড়ি পড়িয়ে পাড়ার মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়ায়।
পরে সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ফিল্মি কায়দায় নিজের ওয়াল করা টিনশেড ঘরের মধ্যে স্ত্রী লিপি বেগমকে নির্মমভাবে পিটিয়ে, কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পাষান্ড স্বামী রুবেল সরদার।জানাজানি হলে পারিবারিক লোকজন ঘাতক স্বামী রুবেল সরদারকে ঘরের মধ্যে আটক করে রাখে।
খবর পেয়ে মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে যান। ওই সময় স্থানীয় জনতা ঘাতক স্বামী রুবেল সরদারকে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মাছপাড়ার একাধিক ব্যক্তি জানান, রুবেল সরদার মাদকাসক্ত ও ভবঘুরে। নিহত লিপি বেগম তিন সন্তানের জননী। তার পৈত্রিক বাড়ি কলিমহর ইউপির সাজুরিয়া গ্রামে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মাছপাড়ার একাধিক ব্যক্তি জানান, রুবেল সরদার মাদকাসক্ত ও ভবঘুরে। নিহত লিপি বেগম তিন সন্তানের জননী। তার পৈত্রিক বাড়ি কলিমহর ইউপির সাজুরিয়া গ্রামে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান গৃহবধূ লিপি বেগম হত্যাকান্ডের ঘটনায় রুবেল সরদারকে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বলে তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha