বোরো মৌসুমে সাড়ে ১২ হাজার একর ধানের জমিতে সেচ সুবিধা দেওয়ার জন্য কুষ্টিয়ার ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের মেইন সেচ পাম্প মেশিনের সুইজ টিপে ১২টি বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় সম্পূরক পাম্প চালু করে পানি উত্তোলনের মধ্যেদিয়ে সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফরিদপুর জিকে সেচ প্রকল্পের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম।
১৮ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৩টার সময় আনুষ্ঠানিক ভাবে সেচ পাম্প গুলো চালু করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জিকে প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ। ভেড়ামারায় গঙ্গা-কপোতাক্ষ প্রধান পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরো অনেকেই।
ভেড়ামারায় গঙ্গা-কপোতাক্ষ প্রধান পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, পাম্পটি চালু হওয়ায় চার জেলার কৃষকেরা আগামী ১৫ জানুয়ারি থেকে ১০ মাস নিরবচ্ছিন্ন সেচসুবিধা পাবেন। এতে ফসল ভালো হবে।
তিনি আরো জানান,কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা, জেলাব্যাপী এ প্রকল্পের আওতায় বোরো চাষিদের সেচ সুবিধা পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha