ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালো মেশিন চালিত ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৬ জানুয়ারি) বিকালে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার শ্রাহ্মণডাঙ্গা ও চাঁদহাট এলাকায় দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে অসাধু বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে আসছিলো।
এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে অভিযান চালিয়ে ৩টি স্যালো মেশিন চালিত মিনি ড্রেজার মেশিন জব্দের পর তা ধ্বংস করে।
অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত এরশাদ (২৯) ও শয়ন (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার করে দুইজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha