আজকের তারিখ : জানুয়ারী ২২, ২০২৫, ৭:১৩ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৪, ২০২২, ২:০৭ পি.এম
ফরিদপুরে সিসি ক্যামেরার সহায়তায় ডিবি পুলিশ অটোবাইক চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে
ফরিদপুরে সিসি ক্যামেরার সাহায্যে ডিবি পুলিশের অভিযানে দ্রুততম সময়ে চোরাই অটোবাইক সহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয় এ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।এ সময় সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, উপস্থিত ছিলেন ডিবির ওসি রাকিবুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গত ১৩ জানুয়ারি নগরকান্দার বিলনালিয়া মঞ্জু (৪৮) র অটোবাইক টি রেখে চায়ের দোকানে চা খাওয়ার সময় ফরিদপুর রাজেন্দ্র কলেজ ডিগ্রী শাখা সব লগ্ন এলাকায় অটো বাইক টি চুরি হয়ে যায়।
পরবর্তীতে তিনি জেলা গোয়েন্দা শাখার শরণাপন্ন হন । জেলা গোয়েন্দা শাখা ফরিদপুর একটি টিম তাৎক্ষণিক জেলা পুলিশ ফরিদপুরে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে অটো বাইক চোর চক্রের সদস্যদের শনাক্ত করে কোতোয়ালি থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ।
এরপর আসামি সরোয়ার মৃধা (২৯) ভাসান চর থেকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সেও বাইক চুরির কথা স্বীকার করে পরবর্তীতে চুরি করা বাইকটি 35 হাজার টাকায় দ্বিতীয় আসামি জামাল মোল্লা ফরিদপুরে নিকট বিক্রি করে।
এরপর আসামি জামাল মোল্লা , কে অটো বাইকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে জিয়া শেখকে গ্রেপ্তার করা হয়।
এই ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয়।পুলিশের এই কর্মকর্তা আরো বলেন গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha