মাগুরা জেলার মহম্মদপুর এবং শালিখা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সকাল ১০.৩০ টার সময় জেলা প্রশাসন মাগুরা এর আয়োজনে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডঃ শ্রী বিরেন শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু, মেয়র মাগুরা পৌরসভা মোঃ খুরশীদ হায়দার টুটুল, মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, শালিখা উপজেলার নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান, মহম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার রামানন্দ পাল, শালিখা উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, মহম্মদপুর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহ হেল কাফি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শামীম খান সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
নবনির্বাচিত ২ উপজেলার চেয়ারম্যানগণের শপথ পাঠ করান মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার ২ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, ৩ নং দীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোকন মিয়া, ৪ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম, ৫ নং বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, ৬ নং মহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উজ্জ্বল আক্তার কাফুর, ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, ৮ নং নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান (তুরাপ) এবং শালিখা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, ২ নং তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজউদ্দিন মন্ডল, ৩ নং আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরজ আলী, ৪ নং শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ঝন্টু, ৫ নং শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলীর হুসাইন, ৬ নং বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দিন, ৭ নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হালিম মোল্যা।
মহম্মদপুর উপজেলার ১ নং বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী মামলার কারনে শপথ পাঠ করতে পারেনি।