রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত সোমবার ১০ জানুয়ারী যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যবর্তন দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির ৫ বারের মতো নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)’র সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান গনী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল। বক্তাগণ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন (বকুল বিশ্বাস), পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনজুর কাদের মাসুদ, পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী মন্ডল, যুবলীগ নেতা সেলিম, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ছোরাফ মন্ডল, পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম, পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বাদশা মন্ডল, পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁদ আলী সরদার, পাংশা পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর লাইলী বেগম, সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন আক্তার, সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সেফালী বেগম, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লাবলু বিশ্বাস, পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেন শেখ, গৌতম বসাকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।