আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১১, ২০২২, ১১:৩৩ এ.এম
টাকার অভাবে চিকিৎসা বন্ধ মিমের

টাকার অভাবে পাবনার চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লার বাসিন্দা মিরাজ উদ্দিনের ১৪ বছর বয়সি মেয়ে নাফিজা লুবাবা মিমের।মিম ২০২১ কাজিপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে সালে পঞ্চম শ্রেণী পাশ করেছে।
মিমের বাবা মিরাজ উদ্দিন ইলেকট্রিক মিস্ত্রি। মা আমেনা খাতুন গৃহিনী।মিরাজ উদ্দিন জানান, গত প্রায় ১৫ বছর যাবৎ কাজিপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করছেন তারা। দুই মেয়ে ও স্ত্রীসহ চার জনের সংসারের ভরণপোষণ করতে হয় তাকে। কোন জমাজমিও নেই।করোনা শুরু হওয়ার পর তার কাজকর্ম কমে যায়। প্রায় ৪ বছর আগে মিম অসুস্থ হয়ে পরে। পাবনায় চিকিৎসক খলিলুর রহমানের নিকট মেয়েকে দেখানো হয়। চিকিৎসক ঢাকায় নিয়ে ভালো হাসপাতালে ভর্তি করাতে বলেন মেয়েকে। টাকার অভাবে ঢাকায় নিতে পারেন নাই তিনি। স্থানীয় চিকিৎসকের নির্দেশনা অনুসারে ওষুধ খাওয়াতে থাকেন। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হয়।
অর্থাভাবের পাশাপাশি করোনাও ভয়াবহ রূপ নেওয়ায় মিমকে আর ঢাকায় নেওয়া হয়ে ওঠেনি।
সম্প্রতি মেয়েটি আরো বেশি অসুস্থ হয়ে পরলে গত১৫ ডিসেম্বর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখান।পরীক্ষা নীরিক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন তার হার্ট ছিদ্র হয়ে আছে। যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। এ অপারেশন করাতে প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন যা যোগার করা মিরাজের পক্ষে অসম্ভব।
এমতাবস্থায় তার মেয়ের চিকিৎসার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha