আজকের তারিখ : মে ৯, ২০২৫, ১১:৪৭ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ১, ২০২১, ১:৫৮ পি.এম
নগরকান্দা পৌরসভার বিভিন্ন সড়ক পরিস্কার করলেন বেগম শিরিয়া সমাজ কল্যান সমিতি

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার বিভিন্ন সড়ক ও বাজারের বিভিন্ন গলি পরিস্কার পরিছন্ন করলেন বেগম শিরিয়া সমাজ কল্যান সমিতির সদস্যরা। শুক্রবার সকালে সমিতির সদস্যসহ এলাকার অর্ধ-শতাধিক যুবক স্বেচ্ছায় এ কার্যক্রম চালায়। সমিতির পরিচালক মাসুদুর রহমান নিজে উপস্থিত থেকে এ কাজ পরিচালনা করেন।
এ সময় মাসুদুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত নগরকান্দা পৌরসভার বিভিন্ন সড়ক ও বাজারের বিভিন্ন গলি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। মানুষের চলাচলে বাধাগ্রস্থ হতো। দুর্গন্ধে নাক চেপে চলাফেরা করতে হতো। তাই আমি নিজে উপস্থিত থেকে বেগম শিরিয়া সমাজ কল্যান সমিতির উদ্যোগে এলাকার যুবক ভাইদের নিয়ে পৌরসভা এলাকা পরিস্কার পরিছন্নের কাজ করলাম। আজ থেকে এ কার্যক্রম ধারা বাহিক চলবে।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত পৌর বাজারে ময়লার স্তুপ পড়ে ভাগাড়ে পরিণত হয়েছিল। মাসুদ মিয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha